চেংনা উচ্চ বিদ্যালয়ের জমি ও ভবন সংক্রান্ত তথ্য
বিদ্যালয়য়ের মোট জমির পরিমাণ ১.১৫ একর। বিদ্যালয়টি ২০২০/২১ অর্থ বছরে ৪ (চার) তলা ভবনে উন্নতি করা হয়। ভবনটির দৈঘ্য ১৩০ ফিট ও প্রস্থ ৩৩ ফিট। ভবনটিতে মোট রুমের সংখ্যা ১৫টি এছাড়াও ৮টি ওয়াস রুম আছে। ক্লাস করার জন্য ব্যবহৃত রুম ১০ টি। সহকারী শিক্ষকদের জন্য একটি, প্রধান শিক্ষকের জন্য একটি, লাইব্রেরীএকটি, বিজ্ঞানাগার একটি এবং মাল্টিমিডিয়া রুম একটি। আধুনিক স্যানেটারি সুবিধা রয়েছে । পানির চাহিদা পূরনের জন্য রয়েছে গভীর সাবমারসিবল পাম্প। রয়েছে সোলার সিস্টেম।